প্রকাশিত: Thu, Dec 28, 2023 10:41 PM
আপডেট: Sun, Jan 25, 2026 11:42 PM

[১]বিশে^ অধিকাংশ ধনীর সম্পদ আরো বেড়েছে


রাশিদুল ইসলাম: [২] বিশ্বের বেশিরভাগ বিলিয়নেয়ার এই বছর তাদের সম্পদ বৃদ্ধি করতে সক্ষম হয়েছেন। ব্লুমবার্গ

[৩] বুধবার প্রকাশিত ব্লুমবার্গের শীর্ষ-৫০০ বিলিয়নেয়ার তালিকায় দেখা গেছে, বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিরা গত এক বছরে আরও ধনী হয়েছেন। তালিকায় ধনকুবেরদের মধ্যে প্রায় ৭৭% তাদের সম্পদ বৃদ্ধি করতে সমর্থ হয়েছেন। অন্যরা কিছু ক্ষতির সম্মুখীন হয়েছে।

[৪] মার্কিন বিলিয়েনার ইলন মাস্ক সম্পদ প্রাপ্তির শীর্ষে রয়েছেন, যার আনুমানিক সম্পদ ২৩৫ বিলিয়ন ডলার। দক্ষিণ আফ্রিকায় জন্মগ্রহণকারী এই ধনকুবের প্রথম ২০২১ সালের মাঝামাঝি সময়ে অ্যামাজনের মালিক জেফ বেজোসকে সম্পদ প্রাপ্তিতে পিছনে ফেলেন। তারপর থেকে প্রথম স্থান ধরে রেখেছেন।

[৫] এই বছর, ব্লুমবার্গের মতে, মাস্ক তার সম্পদ বৃদ্ধি করতে পেরেছেন ৯৮ বিলিয়ন ডলার। যদিও তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স অশান্তিতে ছিল, বিজ্ঞাপনদাতাদের সাথে জটিলতায় পিছিয়ে আটকে ছিল এবং বিভিন্ন কেলেঙ্কারির দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু মাস্কের ফ্ল্যাগশিপ অ্যাসেট, টেসলা, স্থির বৃদ্ধি পেয়েছে। যা তার সম্পদের অবস্থানকে আরও দৃঢ় করেছে।

[৬] জেফ বেজোস ১৭৮ বিলিয়ন ডলারের সম্পদ নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন। 

[৭] মাস্কের চিরপ্রতিদ্বন্দ্বী এবং মেটার মালিক, মার্ক জুকারবার্গ, এই বছর সম্পদের দ্বিতীয় বৃহত্তম নিখুঁত বৃদ্ধি উপভোগ করেছেন, তার মোট সম্পদের পরিমাণ প্রায় ৮৩ বিলিয়ন বেড়েছে। দু’জন দীর্ঘদিন ধরে প্রকাশ্য প্রতিদ্বন্দ্বিতায় জড়িত। ২০২২ সালের পতনের পর তার সোশ্যাল মিডিয়া সাম্রাজ্যের শেয়ার বৃদ্ধির মাধ্যমে জাকারবার্গ ১২৮ বিলিয়ন ডলারের সম্পদ নিয়ে তালিকার ষষ্ঠ স্থানে রয়েছে।

[৮] তালিকায় শীর্ষ ১৫জনের মধ্যে, প্রকৃতপক্ষে, শুধুমাত্র একজন একক বিলিয়নেয়ার তার সম্পদের পরিমাণ হ্রাস পেতে দেখেছেন। ভারতীয় ধনকুবের গৌতম আদানি, আদানি গ্রুপের চেয়ারম্যান, তার মোট সম্পদের পরিমাণ ৩৬.৩ বিলিয়ন ডলার কমে প্রায় ৮৪.৩ বিলিয়ন ডলার হয়েছে। এর ফলে তিনি শীর্ষ ধনীদের তালিকায় প্রথম ১০ জনের বাইরে রয়েছেন। 

[৯] আদানির বিরুদ্ধে কর্পোরেট ইতিহাসের সবচেয়ে বড় কারসাজি এবং স্টক ম্যানিপুলেশনের অভিযোগ ওঠে। যদিও সংস্থাটি সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। সম্পাদনা: ইকবাল খান